Posts

Showing posts from September, 2020

ভুমি দস্যু মোস্তফা ব্যাপারী,

 "কোর্টের ও থানার নির্দেশ অমান্য করে বিধবার মেয়েদের হাত পা ভেঙে দিয়ে বাড়ি দখল" শরীয়তপুরের পালং থানার মনোহর মোড়ের চিন্হিত ভুমি দস্যু মোস্তফা ব্যাপারী, আজাদ ব্যাপারী, আমির ব্যাপারী সহ একদল চিন্হিত ভুমি দস্যুর অসহায় বিধবা রাশিদা বেগমের বাড়ি দখলকরে দেয়াল নির্মাণে বাধাদেওয়ার কারনে মা মেয়েদের হাত পা ভেঙে দিয়েছে। এই বিধবা ও তার মেয়েদেরকে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করলেও অপরাধীদের সঙ্গে চা পানে মসগুর থাকতে দেখাগেছে। চিকিৎসার নামে অারেক নাটক। একদিকে পুলিশ বলেন চিকিৎসা নিন অন্যদিকে অপরাধীদের বলছে দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যান। এভাবেই চলে পুলিশের নাটক। এরপর থানায় অভিযোগ দিতে গেলে সরাসরি বলেন মামলা নেওয়া যাবেনা। অতপর নিরুপায় হয়ে যাই এসপি অফিসে তিনিও ঐ একই জালে বাধা। বলেন উনি এখন ব্যস্ত। পরে আসেন। হয়রে আমার সোনার বাংলা। টাকার কছে পুলিশ এ ভাবে বিক্রি হয় জানাছিলোনা। কথাগুলো হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে বলেন বিধবার মেয়েে লিপি। আসলেই আমরা এত অসহায়! আসুন এই অসহায় মহিলাদেরপাশে দাঁড়াই। আমরা এই সমস্ত ভুমি দস্যুদের প্রতিরোধ করি।