Posts

Showing posts from March, 2025

শরীয়তপুর হালিমা বেগমের ওপর বর্বরোচিত হামলা ও ধর্ষণচেষ্টা

 শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর হাসেরকান্দি গ্রামে মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর মাদবরের স্ত্রী হালিমা বেগমের ওপর বর্বরোচিত হামলা ও ধর্ষণচেষ্টা চালানো হয়েছে। অভিযুক্ত জালাল দেওয়ান দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। হালিমা বেগম এতে রাজি না হওয়ায়, জালাল ও তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালিয়ে মারধর, শ্লীলতাহানি, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই হুমায়ুন বাদী হয়ে নড়িয়া থানায় জালাল দেওয়ানসহ চারজনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে। হামলায় আহত হালিমা বেগম ও তার স্কুলপড়ুয়া মেয়েকে স্থানীয়দের সহায়তায় শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে হালিমা বেগমকে বাড়ি পাঠানো হলেও তার মেয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে এবং তাদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শরীয়তপুর সদর হাসপাতালে। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।