Posts

Showing posts from May, 2020
Image
ক্ষমতা যেদিকে, হাইব্রিড সেদিকে May 8, 2020 আংগারিয়া ইউনিয়ন প্রতিনিধি, শরীয়তপুর।। গত ৫ মে বিকালে হঠাৎ বন্দর নিউজের পেইজে একটি ইনবক্স আসে আংগারিয়া ইউনিয়ন পরিষদে রেশন কার্ড বন্টন নিয়ে হট্টগোল হচ্ছে। খবর পেয়েই বন্দর নিউজ টীম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি দেখে রাতেই একটি নিউজ করে। বন্দর নিউজের প্রতিনিধিরা অবাক হয় উক্ত ঘটনায়। তার কারণ- একজন মাসুম সরদার। কে এই মাসুম সরদার? কেন তিনি মহিলা মেম্বারের স্বামী হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তার সাথে থাকা ব্যক্তিদের অসম্মান করলেন? এ সব প্রশ্নের উত্তর খুঁজতে বন্দর নিউজ টীম অনুসন্ধানে নামে। অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে আসে তা যে কাউকেই অবাক করবে। আংগারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালাই সরদারের ছেলে মাসুম সরদার। যার পুরো পরিবার এক সময় প্রত্যক্ষভাবে বিএনপির রাজনীতি করতো। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এলে এই মাসুম সরদার ও তার ভাইদের ভয়ে এ অঞ্চলে কেউ আওয়ামীলীগের নামও নিতে পারতো না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বন্দর নিউজকে বলেন- মাসুম সরদার ও তার ভাইরা মিলে এ অঞ্চলের আওয়ামীল...