Posts

Showing posts from October, 2020

উন্নয়নের জোয়ারে ভাসছে শরিয়তপুর জেলা

 শরীয়তপুরের সন্তান হলে অবশ্যই এই লেখাগুলি পড়বেন........ আসেন আজকে আমাদের শরীয়তপুর নিয়ে কিছু কথা বলি এবং আজকে আমি কিছু কথা ঐ সব ভাইদের বলতে চাই যারা শরীয়তপুর কে আধুনিক শহর এবং উন্নত জেলা মনে করেন!!! .. শরীয়তপুর বাংলাদেশের সবচেয়ে অনুন্নত এবং 64 নাম্বার অনুন্নত জেলা আসেন প্রমাণ করি.. এবং আমাদের শরীয়তপুরের বেশিরভাগ মানুষ দলকানা বিশেষ একটা দল করে বলেই আজকে জেলার এই অবস্থা আসেন আমরা বাস্তব চিত্রটা দেখি. ১.একটা জেলা কতটা ভঙ্গুর হলে যাতায়াত ব্যবস্থার অবস্থা এতটা খারাপ হয়! ২.শরীয়তপুর জেলা বাদে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত  সচারাচর যানবাহন পাওয়া যায় বাস, সি এন জি আরও অনেক..আর শরীয়তপুরের বাসের কথা মনে উঠলে টোটালি বমি চলে আসে ১.1971 সালের আগে অন্যান্য জেলার মানুষ যে সকল সুযোগ-সুবিধা ভোগ করতো স্বাধীনতার 50 বছর পরেও শরীয়তপুর বাসি সে সকল সুবিধা থেকে বঞ্চিত! ২. শরীয়তপুর একমাত্র জেলা যেটা কিনা সন্ধ্যার পরে ঢাকা থেকে যাওয়া আসা কোনটাই করা যায় না( আর যদি যেতে চান সে ক্ষেত্রে আপনাকে মোটা অংকের টাকা এবং হয়রানি গনতে হবে) ৩.বাংলাদেশের অধিকাংশ জেলায়...