উন্নয়নের জোয়ারে ভাসছে শরিয়তপুর জেলা

 শরীয়তপুরের সন্তান হলে অবশ্যই এই লেখাগুলি পড়বেন........

আসেন আজকে আমাদের শরীয়তপুর নিয়ে কিছু কথা বলি এবং আজকে আমি কিছু কথা ঐ সব ভাইদের বলতে চাই যারা শরীয়তপুর কে আধুনিক শহর এবং উন্নত জেলা মনে করেন!!! .. শরীয়তপুর বাংলাদেশের সবচেয়ে অনুন্নত এবং 64 নাম্বার অনুন্নত জেলা আসেন প্রমাণ করি.. এবং আমাদের শরীয়তপুরের বেশিরভাগ মানুষ দলকানা বিশেষ একটা দল করে বলেই আজকে জেলার এই অবস্থা

আসেন আমরা বাস্তব চিত্রটা দেখি.


১.একটা জেলা কতটা ভঙ্গুর হলে যাতায়াত ব্যবস্থার অবস্থা এতটা খারাপ হয়!

২.শরীয়তপুর জেলা বাদে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত  সচারাচর যানবাহন পাওয়া যায় বাস, সি এন জি আরও অনেক..আর শরীয়তপুরের বাসের কথা মনে উঠলে টোটালি বমি চলে আসে


১.1971 সালের আগে অন্যান্য জেলার মানুষ যে সকল সুযোগ-সুবিধা ভোগ করতো স্বাধীনতার 50 বছর পরেও শরীয়তপুর বাসি সে সকল সুবিধা থেকে বঞ্চিত!

২. শরীয়তপুর একমাত্র জেলা যেটা কিনা সন্ধ্যার পরে ঢাকা থেকে যাওয়া আসা কোনটাই করা যায় না( আর যদি যেতে চান সে ক্ষেত্রে আপনাকে মোটা অংকের টাকা এবং হয়রানি গনতে হবে)


৩.বাংলাদেশের অধিকাংশ জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ অথবা ভালো কোনো নামকরা কলেজ আছে শরীয়তপুর কোনটাই নাই...


বাংলাদেশের অধিকাংশ জেলায় হানিফ, শ্যামলী, টি আর, এস আর, গ্রীন লাইন, সোহাগ পরিবহন এই ধরনের খুব ভালো ব্রান্ডের বাস চলে অথচ শরীয়তপুরের মানুষ এই বাসের নাম শুনেছে কিনা অনেকেই সেটাও সন্দেহ...


#ট্রেনঃ বেশির ভাগ জেলায় সাথে সাথে ট্রেন পর্যন্ত চলে ট্রেন সবচাইতে নির্ভরশীল এবং আনন্দময়  যেটা শরীয়তপুর জীবনে পাবে কিনা সেটাও সন্দেহ অথচ অন্যান্য জেলায় স্বাধীনতার আগের থেকে চলাচল করে


৪.যে জেলায় সন্ধ্যা না হতেই যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়ে যায়...

৫.যে জেলায় ঠিকমতো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না......

৬.যে জেলায় দুইটা গাড়ী অনায়াসে পার হওয়ার মতো রাস্তা নাই.....

৭.শরীয়তপুর বাংলাদেশের একমাত্র জেলা যেখানে দুই লেনের কোন রাস্তা নাই।


৮.শরীয়তপুর বাংলাদেশের একমাত্র জেলা যে জেলায় এখনো পর্যন্ত আদিম যুগের সেই শব্দ হওয়া বেবিট্যাক্সি চলে এ ছারা সব জেলায় সি এন জি চলে।


#শরীয়তপুরের অনেকেই মনে করে পদ্মা সেতু হলে জেলার রাস্তা  অনেক উন্নয়ন হবে আরে ভাই পদ্মা সেতুর সড়কের সকল রাস্তা অলরেডি হয়ে গেছে কিন্তু শরীয়তপুরের রাস্তায় এখনো কাজ ই ধরা হয় নাই মাত্র বিল পাস আউধো এটা হবে কিনা বা কত বছর পরে হবে সেটা কেউ জানেনা


৯.যে জেলায় মানসম্মত কোনো গাড়ীর ব্যবস্থা নাই.......

১০.যে জেলায় একটা ভালো খাবারের হোটেল/রেস্টুরেন্ট নাই.....

১১.যে জেলায় বিনোদনের কোনো মাধ্যম নাই...

১২. বাংলাদেশের বেশিরভাগ জেলায় দেখবেন বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে যায় পর্যটক আসে অথচ শরীয়তপুরে আমার জীবনে দেখি নাই কোন মানুষ ঘোরার উদ্দেশ্যে কোন একটা বিশেষ প্লেসে এসেছে এমন কোন জায়গা শরীয়তপুর নাই..আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার তিন-চারজন ইউনিভার্সিটির বন্ধু শরীয়তপুরে নিয়ে এসেছিলাম তারপর থেকে আমাকে প্রতিনিয়ত লজ্জা দেয় আমাদের রাস্তাঘাট এবং জেলা শহরের উন্নয়ন নিয়ে


১৩. আর কিছু মানুষ মনে করে শরীয়তপুর আর্থিক দিক থেকে সচ্ছল আরে ভাই সেটা তো আপনার ব্যক্তিগত টাকা সেটা দিয়ে মানুষের কি উপকার আসবে?


N:Bযারা গ্রুপের মধ্যে শরীয়তপুরের উন্নয়ন বলে গলা ফাটান এবং বিভিন্ন ছবি দিয়ে বেড়ান তা আমি তাদেরকেই বলব তারা জেলার ভালো চান না কারণ আপনার যদি বিশ্বাস না হয় আরো 5/10 টি জেলা ঘুরে আসে তারপর দেখুন আপনার শরীয়তপুরের অবস্থান কোথায়..আমি এই পর্যন্ত 35 থেকে 40 টা জেলা ঘুরেছি এবং যেটা বুঝতে পারলাম অন্য কোন জেলার আশেপাশেও শরীয়তপুর জেলা নেই...যারা এই পোস্টের বিরোধিতা করবেন মনে রাখবেন তারাই শরীয়তপুরে শত্রু এবং দলকানা রাজনীতি করে...

Comments

Popular posts from this blog

শরীয়তপুর হালিমা বেগমের ওপর বর্বরোচিত হামলা ও ধর্ষণচেষ্টা

মাইরের উপর ওষুধ নাই! সাবেক যুবদল নেতা আরিফ মোল্লা