মাইরের উপর ওষুধ নাই! সাবেক যুবদল নেতা আরিফ মোল্লা
মধ্যরাতে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ মোল্লা তার ফেসবুক পোস্টে শরীয়তপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের(বৈছাআ) সাবেক আহবায়ক ইমরান আল নাজিরকে মারধরের হ*ম*কি দিয়েছেন।
তবে ওই ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে প্রতিক্রিয়াও দিয়েছেন বৈছাআ'র সাবেক নেতা।
যুবদল নেতার হু*ম*কি দেয়া ও বৈছাআ'র নেতার প্রতিক্রিয়ার ফেসবুক পোস্টগুলো হুবহু তুলে ধরা হলো-
যুবদল নেতার হুমকি দেয়া ফেসবুক পোস্ট-
'যারা ৫ই আগষ্ট শহীদদের কবর জিয়ারত নাকরে শহীদদের পরিবারকে শান্তনা না দিয়ে হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার খবর না নিয়ে কক্সবাজার হানিমুনে যায় তাদের মুখে শহীদের লা*শে*র বিচারের দোহাই দিয়ে নির্বাচন পিছানোর তালবাহানা মানায় না। জনগণ গন ধোলাই দিবে। নাবালক শিশু হঠাৎ টাকা পয়সা দেখেছে তো, ফ*কি*ন্নি*র পুতের নাম রাজকৃষ্ণ আমাদের শরীয়তপুরের একটি কু*ল*ঙা*র আছে ইমরান নাজির সারাবছর করেছে আওয়ামী লীগ এখন আবার ইত্যাদি মা*ই*রে*র উপর ঔষধ নাই সোনা অপেক্ষা করো আসিতেছে'
বৈছাআ'র নেতার প্রতিক্রিয়া-
'এইটা শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ মোল্লার লেখা এইটা আমার বিশ্বাস হচ্ছে না, কথা হলো আমি কবে কোথায় আওয়ামিলীগ করেছি সেইটা যদি বলতেন।
আর দ্বায়িত্বশীল জায়গায় থেকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে মা*ই*র দিতে চান এই সংস্কৃতির রেওয়াজ কবে থেকে শুরু করলেন?
৫ তারিখের পরে কয়জন আওয়ামী ফ্যাসিস্টকে মে*রে*ছে*ন ভাই?
যাইহোক ভাই মা*রা*মা*রি*র পক্ষে আমরা নই, আপনারা মা*র*তে চাইলে মা*র*তে পারেন অসুবিধা নাই। কস্ট করার দরকার নেই আপনি ডাকলেই চলে আসবো মা*ই*র খেতে।'
Comments
Post a Comment