বাংলাদেশ হেফাজতে ইসলামের বর্তমান আমীর আল্লামা জুনাইদ আহমেদ বাবুনগরী মোদিকে বাংলার মাটিতে আসতে দেওয়া হবে না
বাংলাদেশ হেফাজতে ইসলামের বর্তমান আমীর আল্লামা জুনাইদ আহমেদ বাবুনগরী বলেন নরেন্দ্র মোদির মত ইসলাম বিরোধীদেরকে বাংলাদেশের পবিত্র মাটিতে পা রাখতে দেওয়া হবে না। তিনি বলেন যুগে যুগে অনেকেই ইসলামের বিরোধীতা করেছে তবে তারা বেশিদিন টিকতে পারেনিম নমরুদ ফেরাউনদেরও উৎখাত হয়েছিল।
ইসলাম এবং নবী কারিম (সা:) এর বিরোধীতা করতে গিয়ে আবু জাহেল হারিয়ে গেছে। ভারতে মোদি অনুসারীররা মুসলমানদের অমানবিকভাবে হত্যা করছে।
হেফাজতের দিরাই উপজেলা সভাপতি শায়েখ আজিজুর রহমানের সভাপতিত্বে আজ ১৫/০৩/২০২১ সোমবার বিকাল ৩টায় সুনামগঞ্জ দিরাই পৌর শহরের স্টেডিয়াম মাঠে আয়োজিত শানে রিসালাত মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যারা নবীর নামে কুৎসা রটনা করে বিরোধীতা করে তাদের বিরুদ্ধে সংসদে আইন পাসের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তিনি। তিনি বলেন হেফাজতের আন্দোলন বাংলার মাটিতে নবীজির সম্মান রক্ষা করার আন্দোলন। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আন্দোলন চালিয়ে যাবে হেফাজতে ইসলাম।
উক্ত মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি বলেন নবী রাসুলদের নামে কুটুক্তিকারীদের মৃত্যুদন্ডের আইন পাস করা দেশের লক্ষ কোটি মানুষের প্রাণের দাবি। যদি নাস্তিক মুর্তাদ আর রাসুলের দুশমনদের রক্ষা করার অপচেষ্টা করা হয় তবে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে রাসুলের সম্মান রক্ষার্থে রাসুল প্রেমিকরা রক্ত ঝড়াবে তবু নাস্তিকতা মেনে নেওয়া হবে না।
Comments
Post a Comment