ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার

ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার 
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর একজন সহযোদ্ধা, শরীয়তপুরের সখিপুর থানায় সকাল ১১.৩০ এর দিকে এই ঘটনা ঘটে, ছাত্রলীগ সন্ত্রাসীদের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শরীয়তপুরে কিছু হলে জবাব দিবে বাংলাদেশ।
' নেত্রী নির্দেশ দিলে বিএনপির একজন নেতা-কর্মীও বাড়িঘরেও থাকতে পারবে না। ' বিনা ভোটের পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিমের এ ঘোষণার পরের দিনই ছাত্র অধিকার পরিষদের উপর হামলা করে ছাত্রলীগের  দুর্বৃত্তরা। 
শরীয়তপুরে আওয়ামীলীগ, ছাত্রলীগ ছাড়া কিছু চলবে না বলেই রবিবার দু'দফায় ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলা করে সখিপুর থানা ছাত্রলীগের মাদকাসক্ত সভাপতি সোমেল ও তার সাথে থাকা দুর্বৃত্তরা।
হামলা করেই ক্ষান্ত হয়নি, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নেহালের বাবাকে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে তার ছেলে যেন শরীয়তপুর না থাকে। 

দেশটাকে কি তোমাগো দলীয় সম্পত্তি মনে করো কুলাঙ্গারের দল? 
জনগণ জেগে উঠলে কিন্তু পালাবার পথ পাবে না। সাধু সাবধান, ভালো হয়ে যাও।


 

Comments

Popular posts from this blog

শরীয়তপুর হালিমা বেগমের ওপর বর্বরোচিত হামলা ও ধর্ষণচেষ্টা

মাইরের উপর ওষুধ নাই! সাবেক যুবদল নেতা আরিফ মোল্লা

মামলা-হামলা দিয়ে আমাদের দমন করা যাবে না।ভি পি নুর