স্ত্রীকে 'ধর্ষণ' করতে দেখে স্বামীর চিৎকার, অভিযুক্তকে গণধোলাই
নওগাঁর ধামইরহাটে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২০ ডিসেম্বর) অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তের নাম দুলাল হোসেন (৪০)। সে উপজেলার চকিলাম গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, প্রায় ১০ বছর আগে প্রতিবন্ধী যুবতীর (২৫) বিয়ে হয় চকিলাম গ্রামের এক বাসিন্দার সঙ্গে। গত বৃহস্পতিবার রাতে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন তারা। রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হন গৃহবধূ। এসময় দুলাল হোসেন কৌশলে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। দীর্ঘ সময় স্ত্রীকে ঘরে না পেয়ে খুঁজতে বের হলে তার স্বামী ধর্ষণের দৃশ্য দেখে চিৎকার করেন।
পরে স্থানীয়রা অভিযুক্ত দুলালকে ধরে মারধর করে গ্রাম পুলিশ দ্বারা ধামইরহাট হাসপাতালে পাঠায়। পরে ২০ ডিসেম্বর রাতে ধর্ষিতার স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযুক্ত দুলাল হোসেনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করেন। ২১ ডিসেম্বর দুপুরে নওগাঁ কোর্টে প্রেরণ করেন।
Comments
Post a Comment