বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আবুধাবি শাখা কর্তৃক মিলন মেলা

শরীয়তপুর প্রতিনিধি।”এসো এক হই- অধিকারের কথা কই” এই শ্লোগানের ভিত্তিতে প্রবাসীদের বৃহত্তম ঐক্য এবং সামাজিক সংগঠন “বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ” এর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শাখার মিলন মেলা ও সমাবেশ অনুষ্ঠিত। ১১ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় আবুধাবির শিল্পনগরী মুসাফফার একটি রেস্টুরেন্টের হল রুমে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের কল্যানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি ৫ দফা দাবী তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ।
প্রস্তাবিত ৫ দফা দাবির মধ্যে রয়েছেঃ
১/ প্রবাসীর লাশ বিনা খরছে দেশে নেয়ার ব্যবস্থা করা।
২ / এয়ারপোর্টে প্রবাসীদের যাতায়াতের সময় হয়রানি বন্ধ করা।
৩ / সকল দেশে বাংলাদেশের দূতাবাসে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।
৪ /প্রবাসীদের পরিবার ও দেশে অবস্থান রত প্রবাসীদের নিরাপত্তা প্রদান করা।
৫ / প্রবাসীেদের কল্যাণে আলাদা বাজেট ঘোষণা করা।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির ইউএই সমন্বয়ক- মাহফুজুর রহমান রোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইনসের এয়ারক্রাফট ইন্জিঃ মোঃ মনিরুল ইসালম, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির আবুধাবি শাখার আইটি সেল- আজিজ কাজল, দুবাই শাখার সমন্বয়ক- হাবীব রহমান, সহ সমন্বয়ক ইন্জিঃ মোকাদ্দেস হোসেন, আজমান শাখার সহ-সমন্বয়ক- মোঃ মনির হোসাইন সহ অন্যান্য অঞ্চলের সদস্যবৃন্দ, নারী সদস্যবৃন্দ এবং সাংবাদিক মাহবুব সরকারসহ আরও অনেকে।
উক্ত সমাবেশে আবুধাবি প্রবাসী কল্যান সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্ব, আবুধাবি জুডিশিয়াল কোর্টের ট্রান্সলেটর- মাহবুব আলম এর সার্বিক তত্বাবধান ও সংগঠনটির আবুধাবি শাখার সমন্বয়ক- বিদ্রোহী সাব্বিরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে সংগঠনের ইউএই সমন্বয়ক- মোহাম্মদ এনামুল হক ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের আবুধাবি শাখার সমন্বয়ক- আরিফ জয়, মনিটরিং সেল- মাহবুবুর রহমান জুয়েল, সহ-সমন্বয়ক- আব্দুর রব, বোরহান, আবু ইউছুফ, ফুয়াদ, শিমুল খান এবং রুবেল সহ আরও অনেকে। এসময়ে জার্মানি প্রবাসী ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির হোসেন এক ভিডিও কনফারেন্সের মাধমে জানান- প্রবাসীদের ন্যায্য দাবী দাওয়া এবং অধিকার আদায়ে সকল প্রবাসীদের আরও দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই তারা তাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সেই সাথে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের হয়রানি মূলক বিভিন্ন সমস্যার সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে দীর্ঘ আট মাস ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত শেখ খলিফা মেডিকেল সিটিতে চিকিৎসাধীন ফেনী জেলার দাগন ভূইয়া উপজেলার বাসিন্দা ও আবুধাবি প্রবাসী সাইফুল ইসলাম বাপ্পীর চিকিৎসা সহায়তার জন্য সকলকে তার পাশে দাড়ানোর জন্য মানবিক আবেদনের মাধ্যমে সমাবেশের সভাপতি আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সমাপ্ত করেন।
Comments
Post a Comment