নির্বাচন নিয়ে মানুষের কোন আগ্রহ নেই: ফখরুল
নির্বাচন নিয়ে এদেশের মানুষের কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনের সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে জনগণের কোনোরকম আগ্রহ নেই। এই নির্বাচন কমিশন চূড়ান্ত নির্লজ্জ। ইভিএম ব্যবহার করে ভোট দিলে ভোটাররা একটা কাগজ পায় সেটা পর্যন্ত ভোটারদের দেয়া হয় না।
বিএনপি মহাসচিব বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করে। তাই বিএনপি এই দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে। এ দেশ এমনকি সারা পৃথিবীর মানুষ জানে, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর রাতেই সেটি হয়েছে, আওয়ামী লীগ সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে গেছে। তারা জনগণের ভোটাধিকার হরণ করে তাদের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে গেছে।
করোনার টিকা নিয়ে সরকার মহা লুটপাটের পরিকল্পনা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, প্রতি টিকায় ১.৭৮ ডলার বেশি মূল্যে কেনা হচ্ছে টিকা যা জনগণের ট্যাক্সের টাকাতেই পরিশোধ করা হবে। টিকার কন্ট্রাক্ট সরকারের একজন উপদেষ্টাকে দিয়ে দেয়া হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি উল্লেখ করে তিনি বলেন, সরকার দূর্নীতিকেই নিজেদের সরকারি নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। টিকাটি মূল মূল্যেই কিনতে হবে। করোনা টিকা সংক্রান্ত বিএনপি’র কর্মসূচির প্রস্তাবনা আসন্ন স্ট্যান্ডিং কমিটির সভায় গ্রহণ করে সেটা সবাইকে জানিয়ে দেয়া হবে বলে ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরি, এড. জয়নাল আবেদিন জয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
Comments
Post a Comment