রংপুরে হামলার প্রতিবাদে নূরের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল

রংপুরে প্রতিবন্ধী অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় শহরের পার্ক মোড় এলাকায় ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের প্রতিবাদী কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।  

ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে ছাত্র ও যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়।  

বিক্ষোভ সমাবেশে নূর বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত-সন্ত্রস্ত। তাই মামলা-হামলা করে বিরোধী দল ও ভিন্নমতের মানুষকে দমিয়ে রাখতে ছাড়া গুম, খুনের মাধ্যমে এক দলীয় শাসনকে পাকাপোক্ত করতে চায়।  

রংপুরে অটোরিকশাচালক হত্যায় জড়িত পুলিশ সদস্য এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে সমাবেশে জানা। 




Comments

Popular posts from this blog

শরীয়তপুর হালিমা বেগমের ওপর বর্বরোচিত হামলা ও ধর্ষণচেষ্টা

মাইরের উপর ওষুধ নাই! সাবেক যুবদল নেতা আরিফ মোল্লা

উন্নয়নের জোয়ারে ভাসছে শরিয়তপুর জেলা