নতুন নির্বাচনের দাবিতে আগামী ৩০শে ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি


 নির্বাচন বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে আগামী ৩০শে ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ওই দিন সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে এ বিক্ষোভ হবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ তথ্য জানান। তিনি বলেন, অযোগ্যতা, ব্যর্থতা ও দুর্নীতির কারণে গোটা জাতি এখন নির্বাচন কমিশনের অপসারণ চায়। ৪২ জন বিশিষ্ট নাগরিকের প্রেসিডেন্টের কাছে চিঠি সেই সত্যতা প্রমাণ করেছে। ৩০শে ডিসেম্বর সেই কলঙ্কময় দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে।

সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব সর্বোচ্চ পর্যায়ে। এ জন্য আমরা আস্বস্ত হই।

Comments

Popular posts from this blog

শরীয়তপুর হালিমা বেগমের ওপর বর্বরোচিত হামলা ও ধর্ষণচেষ্টা

মাইরের উপর ওষুধ নাই! সাবেক যুবদল নেতা আরিফ মোল্লা

উন্নয়নের জোয়ারে ভাসছে শরিয়তপুর জেলা