শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাকে চোর অপবাদে হামলা

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাকে চোর অপবাদে হামলা শরীয়তপুর জেলার সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের মিরা কান্দি গ্রামের (৭৭) উর্ধ্বো এক বীর মুক্তিযোদ্ধা আবু আলেম বেপারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একই গ্রামের পাশর্^বর্তী মোফেজ ঢালীর ছেলে সন্ত্রাসী জুয়েল ঢালী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধ আবু আলেম বেপারীর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আবু আলেম বেপারী মাটিতে লুটিয়ে পরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। এদিকে মুক্তিযোদ্ধা আবু আলেম বেপারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ- মুক্তিযোদ্ধাদের নিয়ে পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও আসামী জুয়েল ঢালী এখনো ধরা ছোয়ার বাইরে। আহত বীর মুক্তিযোদ্ধা আবু আলেম বেপারী জানান, গত কয়েকদিন ধরে এলাকার মানুষদের কাছে জুয়েল ঢালী মুক্তিযোদ্ধা আবু আলেম ঢালী কে মাছ চোর বলে বেরাচ্ছে। তা নিয়ে বুধবার সকালে মাছের বিষয়ে কথা কাটাকাটি করে জুয়েল। এবং জুয়েল প্রকাশ্যে আমাকে চোর অপবাদ দেয়, এই কথা আমি জুয়েলদের বাড়ি জিজ্ঞাসা করতে গেছি, জে তুমি এই কথা পাইলা কই যে আমি মাছ চুরি করে বিক্রি করছি। এই কথা বলার সা...